জিয়াউর রহমান মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। রোববার (১৭ এপ্রিল) সচিবালয়ে মুজিবনগর দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, মুজিবনগর সরকারের অধীনেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। এই সরকারের অধীনেই সেক্টর কমান্ডারদের নিয়োগ দেওয়া হয়। সে হিসেবে জিয়াউর রহমানও একজন বেতনভুক্ত কর্মচারী ছিলেন এ সরকারের।
তথ্যমন্ত্রী বলেন, তবে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন কি না; তা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন তথ্যপ্রমাণ বলছে, তিনি পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন।