বরিশাল:পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের শিবপুরের বাসিন্দা ফয়সাল হাওলাদার। গত ১৬ এপ্রিল সন্ধ্যায় বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে হবিগঞ্জ থেকে আসা মালামাল ছাড়িয়ে ভ্যানযোগে নদীবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি।
পথে ভ্যানটিকে থামায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরপর ফয়সাল হাওলাদারকে (৩২) আটকের পাশাপাশি ভ্যানে থাকা ব্যাগের ভেতরে তল্লাশি চালান পুলিশ সদস্যরা। সেখান থেকে ১২টি পলিথিনের প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আগের দিন ১৫ এপ্রিল বিকেলে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দক্ষিণ তিমিরকাঠি অটোস্ট্যান্ডে ১২ কেজি গাঁজা নিয়ে দাঁড়িয়েছিলেন কুমিল্লা জেলার বাসিন্দা রহিম (৩৪) ও মো. মাহফুজুল ইসলাম সবুজ (৩১)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা বিষয়টি জানতে পেরে অভিযানে চালিয়ে গাঁজাসহ ওই দুজনকে আটক করেন।
একইভাবে গত ২৭ মার্চ সন্ধ্যায় বরিশাল নদীবন্দর থেকে ৮ কেজি গাঁজাসহ মো. নাজমুল আলম রাজু (২৯) ও তার স্ত্রী হালিমা বেগমকে (২৫) আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা উভয়ই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।
সম্প্রতি বরিশাল মহানগরসহ দক্ষিণের জেলাগুলোতে এভাবেই বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারিদের আটক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, আইসের মতো মাদকও জব্দ করা হয়েছে।
তবে র্যাব-পুলিশের এত এত অভিযানেও টনক নড়ছে না কারবারিদের। গত ১৬ দিনে বরিশাল মহানগর ও জেলায় প্রায় অর্ধশত অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো অভিযানই বৃথা যায়নি, উদ্ধার হয়েছে মাদক, গ্রেফতার হয়েছেন কারবারি।