নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের মধ্যে সংবাদকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের হামলায় কমপক্ষে ১০ জন সংবাদকর্মী আহত হয়েছেন।
তাদের মধ্যে দীপ্ত টিভির রিপোর্টার আসিফ সুমিত, মাইটিভির রিপোর্টার ড্যানি ড্রং, এসএ টিভির রিপোর্টার তুহিন, ক্যামেরা সাংবাদিক কবির হোসেন, আরটিভির ক্যামেরা সাংবাদিক সুমন দে গুরুতর আহত হন।
এছাড়া হামলার শিকার হয়েছেন ডেইলি স্টারের ফটো সাংবাদিক প্রবীর দাশ এবং আজকের পত্রিকার রিপোর্টার আল আমিন রাজু।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সাথে স্ব স্ব প্রতিষ্ঠানকে আহতদের সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।