দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে একটি রেস্তোরাঁয় গণফোরামের একাংশ আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব ঐক্যের ডাক দেন।
বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ক্ষমতাসীন দলকে বাধ্য করা হবে।
অনুষ্ঠানে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, দেশ মহাসংকটে রয়েছে। এ সংকট উত্তরণের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
কিন্তু বর্তমান সরকার ও প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই দাবি আদায়ে গণযুদ্ধে নামতে হবে। এসময়, দাবি আদায়ে জনগণকে নিয়ে রাস্তায় নামার ঘোষণা দেন গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু।
দেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে মন্টু বলেন, মানুষের আয়ের পথ দিন দিন সংকুচিত হচ্ছে। অথচ নিত্যপণ্যের অস্বাভাবিক দামবৃদ্ধি বাড়াচ্ছে
জীবনযাত্রার ব্যয়। একশ্রেণীর ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে লাভবান হলেও নায্যমূল্য পাচ্ছে না কৃষক।
এসময় মহাসড়কে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন গণফোরামের এই শীর্ষ নেতা।