দফায় দফায় সংঘর্ষের পর সাদা পতাকা উড়িয়ে শান্তি ঘোষণা করে অবশেষে দোকান খুলেছেন ঢাকা কলেজ এলাকার ব্যবসায়ীরা।
বুধবার (২০ এপ্রিল) দিনভর ঢাকা কলেজ সংলগ্ন ধানমন্ডি হকার্স মার্কেট, নূর ম্যানশন, গাউছিয়া মার্কেট ও ইসমাইল ম্যানশনের ছাদে সাদা পতাকা উড়তে দেখা যায়। নিউ মার্কেটের গেটের ওপরও উড়ানো হয় সাদা পতাকা।
ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন জানান, সহিংসতা বন্ধ করে শান্তির আহ্বান জানিয়ে মার্কেটগুলোর ব্যবসায়ীরা সাদা পতাকা উত্তোলন করেছেন। কিন্তু পরিস্তিতি এখনও স্বাভাবিক নয়। এখনও ককটেল ফাঁটছে।
গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী মোতালিব মিয়া বলেন, ঈদের বাজারে দোকান বন্ধ, বেচাবিক্রি নেই। এভাবে চলতে থাকলে আমরা পথে বসবো। আমরা চাই না সহিংসতা চলতে থাকুক। সে কারণেই সাদা পতাকা উত্তোলন। আমরা সংঘাত নয়, শান্তি চাই।
উল্লেখ্য, সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাতে নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এর জেরে গতকাল মঙ্গলবার দিনভর ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষে এক পথচারী নিহত হন, আহত হন আরও অনেকে।