বরিশাল:নকল শিশুখাদ্য তৈরির দায়ে বরিশালে একটি কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে নগরীর সাগরদী টিয়াখালী সড়কের গাবতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া জানান, জুয়েল তালুকদার তার কারখানায় প্রাণ কোম্পানির রোবো নামে একটি শিশুখাদ্যের প্যাকেটের মনোগ্রাম ব্যবহার করে নকল পণ্য উৎপাদন করছিলেন।
সেই পণ্য বাজারজাত করায় কারখানাটিতে অভিযান চালানো হয়। জুয়েল তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা ও নকল পণ্যগুলো ধ্বংস করা হয়েছে।