বরিশালঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণ শাখার অধীনস্থ ৩টি উপজেলা১ টি পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণ শাখার আহ্বায়ক আবুল খায়ের জলিল ও সদস্যসচিব মনিরুল ইসলাম মাসুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় বরিশাল জেলা শাখার অধীনস্থ উজিরপুর পৌর শাখার মোঃ বাইজিদ হোসেন মিঠু কে আহ্বায়ক মোঃ বাচ্চু রাঢ়ী সদস্য সচিব নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
অনুরূপ উজিরপুর উপজেলা শাখার মোঃ মেহেদী হাসান ভূঁইয়া কে আহ্বায়ক এবং মোহাম্মদ মাসুম মল্লিককে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। বাবুগঞ্জ উপজেলা শাখায় মোঃ দেলোয়ার হোসেন কে আহ্বায়ক এবং মোঃ আফজাল হোসেন তালুকদার কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাকেরগঞ্জ উপজেলা শাখায় মোঃ মঈন উদ্দিন সিকদার বাদশা কে আহ্বায়ক এবং মোঃ শাকিল খান কে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়াড কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা শাখার কাছ থেকে অনুমোদন নিতে হবে।