জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বরিশাল নগরের ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বরিশালঃ-বৃহষ্পতিবার (২১ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া কর্তৃক এ অভিযান পরিচালিত হয়।
বাজার তদারকিমূলক এ অভিযানে বরিশাল নগরের চৌমাথা বাজার, নথুল্লাবাদ মাদ্রাসা বাজার এবং হাসপাতাল রোড এলাকায় জুতার দোকানে Hush Puppies, addidasসহ বিভিন্ন বিদেশি ব্রান্ডের নকল জুতা বিক্রয় করা, মুরগি, গরুর মাংস ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযান চলাকালে আরো বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
মহামারি করোনা থেকে নিরাপদে থাকতে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্যও অনুরোধ করা হয়।
এ সময় সবার মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা অভিযানে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।