রাজবাড়ী জেলার পাংশা ও সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিাবার ( ২১ এপ্রিল ) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সোয়া বারটার সময় পাংশা উপজেলার গড়াই নদীর বেড়িবাঁধের ওপর কাচা রাস্তায় অভিযান পরিচালনা করে তারা।
এসময় ঝিনাইদহের শৈলকুপা এলাকার মোঃ আব্দুল ওহাব মোল্লার মোঃ ফারুখ বিশ্বাসকে আটক করে তাদের সাথে থাকা ৬০ হাজার টাকা বাজার মুল্যের দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
অপরদিকে দুপুরে দেড়টার সময় রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় ছবুর সরদারের ইটভাটার পাশে ইসলাম মন্ডলের মুদি দোকানে সামনে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার নাজমুল হাসানকে আটক করা হয়। জব্দ করা হয় তার সাথে থকা চার কেজি গাঁজা। যার বাজার মূল্য ১ লক্ষ্য ২০ হাজার টাকা।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) প্রান বন্ধু কৃঞ্চ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পাংশা মডেল থানা ও রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।