বরিশালে বিএম কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সীমান্ত কর্মকার (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে বিএম কলেজের বাকসু ভবনের সামনের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত সীমান্ত কর্মকার নগরীর শের-ই-বাংলা সড়কের বাসিন্দা অরুণ কর্মকারের ছোট ছেলে। তিনি আলেকান্দা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্বজন ও স্থানীয়রা জানায়, রাব্বি ও হাফিজ নামে দুই বন্ধুকে নিয়ে বিএম কলেজের পুকুরে গোসল করতে যান সীমান্ত। পরে তিনি একাই গোসলে নামেন। পুকুরে হঠাৎ সাঁতার কাটার সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে পানিতে ডুবে যান সীমান্ত। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন বলেন, সীমান্ত নামে এক কলেজছাত্রকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাই। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।