বরিশাল:বরিশাল নগরীর রুপাতলী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূ ইয়াসমিন বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে আদর্শ সড়ক আদর্শ হাউজিংয়ের ভিতরে এ ঘটনা ঘটে। আহত ইয়াসমিন ওই এলাকার সোহাগ গাজীর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত ইয়াসমিন বেগমকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত ইয়াসমিন জানান, দীর্ঘদিন ধরে ইয়াসমিন ও তার পরিবারের সাথে ইয়াসমিনের দাদা শ্বশুড় শাহ জালাল খান ও তার পরিবারদের পূর্ব বিরোধ চলে আসছে।
শাহজালাল ও তাদের সহযোগীরা প্রায় সময় শত্রুতামূলক ইয়াসমিন ও তার পরিবারদেরকে বিভিন্ন ভয়ভীতিসহ খুন-জখমের হুমকি দেয়। এমনকি তারা উদ্দেশ্যমূলকভাবে বাড়ির মধ্যে বিভিন্ন গাছপালা নষ্ট করে।
ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে ইয়াসমিনের সাথে ইয়াসমিনের দাদা শ্বশুর শাহজালাল ও তার পরিবারের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে শাহজালাল ও তার নাতি নয়ন, বৈশাখীসহ আরো কয়েকজন ইয়াসমিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।