বরিশালঃ-বরিশালে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের মধ্যে দুই দফায় হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে আহত হয়েছেন কয়েকজন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর জিলা স্কুল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিওকলে নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমানের বক্তৃতা চলাকালে বসার অব্যবস্থাপনা নিয়ে নেতাকর্মীরা বাগ্বিতণ্ডায় জড়ায়। ইফতার বিতরণ নিয়েও হয় তর্ক-বিতর্ক। পরে হাতাহাতি থেকে হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মোনাজাত চলাকালে মঞ্চের পেছনে আবারো হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় এক নেতাকে বেদম মারধর করা হয়। চারদিকে হৈ হুল্লোড় শুরু হলে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তিনি দাবি করেন, আয়োজনটি অনেক বড় হওয়ায় খাবার বিতরণ নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছে, কোনো মারামারি হয়নি।
এ বিষয়ে মহানগর ছাত্রদলের কর্মী আরাফাত হোসেন বলেন, জিলা স্কুল মাঠে টেবিলে টেবিলে ইফতারি সাজিয়ে রাখার পর, স্কুল ভবনের মধ্যে ইফতারি সংগ্রহে যায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু কর্মী। এরপর তাদের কয়েক গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর ছাত্রদলের একটি অজ্ঞাত গ্রুপ লাঠিসোটা নিয়ে জিলা স্কুলের বাইরে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা সাথে সাথেই মীমাংসা করা হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত মিন্টু বলেন, কিছু ইফতারি জিলা স্কুলের ভবনের মধ্যে রাখা ছিল। সেই ইফতারি আনতে গিয়ে কিছু লোক বিবাদে জড়ায়, পরে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।
ইফতার মাহফিল পূর্ব আলোচনায়, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আরও বক্তৃতা রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুখ, সদস্য সচিব মীর জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।