প্রতিনিয়তই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের আপডেট দিয়ে থাকেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, যা সচরাচর অনেক ফুটবলারকেই তা করতে দেখা যায় না। রোনালদোর ব্যক্তিগত জীবন যারা নজর রাখেন তাদের সবাই জানেন কিছুদিন আগে তার সদ্যোজাত ছেলের মৃত্যুর খবর। তবে অনেকেই জানেন না রোনালদোর সন্তানের সংখ্যা কত আর তাদের মা কারা।
বান্ধবী জর্জিনা রদ্রিগেজের গর্ভে সদ্যোজাত ছেলের মৃত্যুর খবর রোনালদো নিজেই জানিয়েছেন। ভক্তরা তো বটেই, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও ব্যথিত হয়েছেন তার এই দুঃখে। যমজ সন্তানদের মধ্যে সদ্যোজাত কন্যা বেঁচে আছেন এবং সুস্থ-সবলই আছেন। এ নিয়ে রোনালদোর সন্তান সংখ্যা দাঁড়াল ৫ জন।
ক্রিস্টিয়ানো রোনালদোর আগের ৪ সন্তানের নাম হলো ক্রিস্টিয়ানো জুনিয়র, ইভা, মাতেও এবং আলানা। এদের মধ্যে সবচেয়ে বড় হলো ১২ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র। ইতোমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে জায়গা করে নেওয়া ক্রিস্টিয়ানো জুনিয়র তার বাবার মতোই ফুটবলে বেশ পারদর্শী হয়ে উঠছে।
২০১০ সালের ৪ জুলাই ক্যালিফোর্নিয়ায় সারোগেট প্রেগনেন্সির মাধ্যমে জন্ম নেয় রোনালদোর প্রথম সন্তান। সেই থেকে গোপন রাখা হয়েছে জুনিয়রের মায়ের পরিচয়। সন্তানের সারোগেট মা নিজেই নাম-পরিচয় গোপন রাখার শর্ত জুড়ে দিয়েছিলেন। জন্মের পর থেকে রোনালদোর তত্ত্বাবধানেই রয়েছে ক্রিস্টিয়ানো জুনিয়র।
প্রথম সন্তানের জন্মের পর ২০১৭ সালে কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে যমজ সন্তান ইভা ও মাতেওর জন্ম হয়। সেবারও মায়ের পরিচয় গোপন রাখেন সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকা।
এরপর আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বছর খানেকের সম্পর্কের পর ২০১৭ সালেই আরেক সন্তানের পৃথিবীতে আসার খবর প্রকাশ করেন রোনালদো। জর্জিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা ঘটা করেই প্রকাশ করেছিলেন রোনালদো। ২০১৭ সালের নভেম্বরে জন্ম নেয় রোনালদোর চতুর্থ সন্তান আলানা। স্ত্রী ও নবজাতকের সঙ্গে সেলফি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রোনালদো।
এবার আরও দুই সন্তানের বাবা হতে চলেছিলেন রোনালদো। তবে তা হয়নি। যমজ সন্তানের মধ্যে ছেলেসন্তানটি মারা যায়। যার কারণে ভেঙে পড়েন সময়ের সেরা ফুটবলারের একজন। কিন্তু জন্ম নেওয়া নতুন সন্তানের নাম এখনো প্রকাশ করেননি রোনালদো।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সব সন্তান এবং বান্ধবী জর্জিনাকে নিয়ে একটি ছবি আপলোড করেন রোনালদো। সেই ছবির ক্যাপশনে রোনালদো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, যারা এই কঠিন সময়ে তাকে সমর্থন করেছে।