বরিশাল:পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে অর্ধগলিত একটি মৃতকচ্ছপ। শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সৈকতে কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা। এটির ওজন প্রায় ৩৫ কেজি বলে ধারণা করা হচ্ছে।
পরিবেশকর্মী মনির হোসেন জানান, তিনি বিকেল সাড়ে ৩টার দিকে কুয়াকাটা সৈকতে ঘুরতে গিয়ে অর্ধগলিত কচ্ছপটি ঢেউয়ের সঙ্গে ভাসতে দেখেন। তার মতে, এটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে।
কুয়াকাটা সৈকতে ফের অর্ধগলিত কচ্ছপ স্থানীয় বাসিন্দা রাব্বি ফরাজী বলেন, জোয়ারে ভেসে এসে সৈকতের বালুতে আটকে আছে কচ্ছপটি। এটি এখনো অপসারণ অথবা বালু চাপা দেওয়া হয়নি। কচ্ছপটি অর্ধগলিত হওয়ার দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এখন কচ্ছপের প্রজননের সময়। এসময় এরা উপকূলে চলে আসে। উদ্ধার হওয়া মৃত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। কুয়াকাটা সৈকতে ফের অর্ধগলিত কচ্ছপ গত এক মাসের মধ্যে কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন, রাজকাঁকড়াসহ ১৪টি মৃতকচ্ছপ উদ্ধার করা হয়েছে।