বরিশাল: বরিশালে পৃথক অভিযানে মাদক কারবারি দম্পতিসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
বরিশাল নদী বন্দর এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পূর্ব কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা এলাকার মো. সোহেল (২৮) ও মো. মাঈনুদ্দিনকে (১৫) ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে গাঁজা বহনে ব্যবহৃত ব্যাগ ও মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
অপরদিকে নগরের কাশিপুরস্থ মৌলভী বাড়ি লেনের টিনশেড ঘরের একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে বরগুনার বেতাগী থানার দনিখালী এলাকার মো. ফারুক হাওলাদার (৩৪) ও তার স্ত্রী তানিয়া বেগমকে (২৬) ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ সময় গাঁজা রাখার ২টি ভ্যানিটি ব্যাগ ও মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।