দুটি চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। গতকাল রাত দেড়টার দিকে বগা ফেরিঘাট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত চোরচক্রের মূল হোতা ফরিদপুর জেলার ভাতশালা গ্রামের সেলিম হাওলাদেরর ছেলে ইমরান হাওলাদার।
অপর সদস্য একই গ্রামের ইউনুস মৃধার ছেলে তসলিম মৃধা এবং বাকি সদস্য গলাচিপার হরিদেবপুরের শাকিল হাং।
জানা গেছে, বগা ফেরিঘাট এলাকা থেকে বাকেরগঞ্জ থানার ডিউটিরত পুলিশ সদস্যরা ২ টি গরু সহ ৩ গরু চোরকে আটক করেন। পরে বাকেরগঞ্জে ওসি আলাউদ্দিন মিলনের দিকনির্দেশনায় তাদেরকে থানা নিয়ে আসা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে থানা জানিয়েছেন পুলিশ।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন জানান, এরা পেশাদার চোর তাদেরকে ২ টি গরু সহ ৩ গরু চোর কে বগা ফেরি ঘাট থেকে আটক করা হয়। আসামিদের কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।