চাঁদপুরের কচুয়ায় বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর কচুয়ার বদরপুর থেকে ঢাকায় ফেরার পথে এই ঘটনা ঘটে। তবে গাড়িতে হামলার ঘটনা ঘটলেও এতে কেউ আহত হননি।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, কচুয়ার গোহাট ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন মিলন ও তার সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী নাজমুন নাহার বেবী। ঠিক একই সময় স্থানীয় আওয়ামী লীগও সেখানে ইফতার মাহফিল আয়োজনের ডাক দেয়।
এমন পরিস্থিতিতে পুলিশের অনুরোধে মিলন ইফতার মাহফিলের স্থান পরিবর্তন করেন। কিন্তু হঠাৎ করে তিনি এবং তার সহধর্মিণী আগের জায়গায় গিয়ে হাজির হন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কিছু সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ইফতারের পর ঢাকার পথে রওনা দেন মিলন ও বেবী। এ সময় মিলনের গাড়িতে হামলার ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, অক্ষত অবস্থায় মিলন ও তার সহধর্মিণী ঢাকায় চলে গেছেন। ফলে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় মিলন-বেবীকে বহনকারী প্রাইভেটকারের কাঁচ ভাঙচুর করা হয়।
তবে এই নিয়ে রাতে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন তার গাড়িতে হামলার জন্য অভিযোগের আঙুল তোলেন মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা মোশাররফ হোসেনের দিকে।
তিনি বলেন, বিদেশে বসে স্থানীয় একদল দুর্বৃত্ত দিয়ে তার ওপর হামলা চালিয়েছেন মোশাররফ হোসেন। এর দায়ভার নিয়ে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান মিলন।