বরিশাল: ২৮ এপ্রিল শুরু হচ্ছে লঞ্চের স্পেশাল সার্ভিস। লাখ লাখ মানুষ এই পথে দক্ষিণাঞ্চলে ফিরবে। ঘরে ফেরা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা গ্রহন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
গৃহিত পদক্ষেপ পরিদর্শন করেছেন বিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান। বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় বরিশাল নদী বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ কন্ট্রোল রুম পরদির্শন করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-কমিশনার মােঃ আলী আশরাফ ভুঞা, বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ।