বরিশালঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এবং ইহকাল ও পরকালের মুক্তি কামনায় শুক্রবার (২৯ এপ্রিল) বিভাগীয় শহর বরিশালে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে প্রতিবছর পালন করেন মুসলমানরা। রমজান মাসজুড়ে রোজা রাখা আর ইবাদত-বন্দেগির অংশ হিসেবে এদিন নাজাত প্রার্থনা করেন সবাই।
প্রখর রোদ উপেক্ষা করেই শেষ জুমায় মসজিদে মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের। অধিকাংশ মসজিদেই ভেতরে মুসল্লিদের জায়গায় সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে। রাস্তার পাশের মসজিদগুলোতে জায়গা না হওয়ায় মূল সড়কেও গেছে নামাজের কাতার, তীব্র রোদের মধ্যেই নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।
বরিশাল নগরীর আলেকান্দা ইউসুফ উদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদ দেখা গেছে, বেলা ১২টা থেকে মুসল্লিরা মসজিদে যাওয়া শুরু করেন। বেলা সাড়ে ১২টার মধ্যেই ভরে যায় পুরো মসজিদ। বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ এসেছিলেন এ মসজিদে। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেককে বাইরেও নামাজ আদায় করতে দেখা গেছে।
ইউসুফ উদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন খুতবায় রমজানের আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এদিকে বরিশালের সড়ক ও জনপথ বিভাগের মসজিদ, সাগরদী মাদ্রাসা মসজিদ, স্টিমার ঘাট মসজিদ, বাংলাবাজার মোড়ের মসজিদসহ নগরীর বিভিন্ন এলাকাতেও দেখা গেছে মুসল্লিদের উপচে পড়া ভিড়। তীব্র রোদের মধ্যে অনেকেই রাস্তায় নামাজ আদায় করেছেন। বেশির ভাগ মসজিদে জুমার বয়ানে রমজানের ইবাদত, যাকাত নিয়ে আলোচনা করেন খতিবরা।