বরিশাল নগরীর রুপাতলি হাউজিং গেট জমজম টাওয়ারে ২৯ এপ্রিল পবিত্র শুক্রবার মাহেরমজান উপলক্ষে হাফেজ ছাত্র ও সাংবাদিকদের নিয়ে গতবছরের মতো এবারেও ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করলো জনপ্রিয় অনলাইন প্রত্রিকা বিজয়ের বাংলাদেশ।
এ-সময় সংশ্লিষ্টরা বলেন, রমজান মাস আখেরাতের পুন্য অর্জনের মাস, মহান রবের পক্ষ থেকে মুমিনদের জন্য রহমত মাগফিরাত ও নাজাতের মাস।
তাই সকলের এরোকোম অগ্রণী ভূমিকা পালন করা উচিত।
ইফতার অনুষ্ঠানে বিজয়ের বাংলাদেশ’র সম্পাদক সৈয়দ নাঈম এর সভাপতিত্বে ব্যবস্থপনা সম্পাদক রবিউল ইসলাম শান্তর সঞ্চলনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বরিশাল জেলা শাখার সভাপতি হাজী মোঃ শামীম, বিশেষ অতিথি দেশের পত্র পত্রিকার বরিশাল ব্যুরো নুর মোহাম্মদ আরিফ সহ অন্যন্য নেতৃবৃন্দ।