বরিশালঃ-গত দুই বছর করোনা মহামারি আর সরকারি নিষেধাজ্ঞার কারণে সারা দেশের মতো বরিশালেও কোনো ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তবে এ বছর করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় বরিশাল মহানগরীসহ জেলার সব ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ এপ্রিল) বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সময় সংবাদকে জানান, বরিশাল নগরীর ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বরিশাল নগরীর ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো ঈদগাহ ময়দানকে নতুন করে সাজানো হয়েছে।
তিনি আরও জানান, প্রতি বছরের মতো এবারও বরিশালের বিভিন্ন আসনের বর্তমান ও সাবেক সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বরিশাল সিটি করপোরেশনের মেয়রসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
জাতীয় ইমাম সমিতি বরিশাল শাখা সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর এবাদুল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও ১০টায়, জামে কশাই মসজিদে সকাল সাড়ে ৮টা ও ১০টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টা ও ১০টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে সকাল সাড়ে ৮টায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ঝালকাঠির কায়েদ ছাহেব হুজুরের দরবার শরিফ ও পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) দরবার শরীফে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানান, বরিশাল মহনগরে সাড়ে ৪০০ মসজিদ রয়েছে। যার মধ্যে তিন শতাধিক মসজিদে ঈদের জামাত সকাল ৮টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।
তবে নগরীর বেশ কয়েকটি মসজিদে দু’টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একক জামাত অনুষ্ঠিত হবে এমন মসজিদের সংখ্যাই বেশি।
এদিকে ঈদের জামাতকে ঘিরে স্থানীয় প্রশাসন নিজস্ব কৌশলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশ গ্রহণসহ ঈদের আনন্দ উপভোগের আহবান জানিয়েছেন।