বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বান্দ রোডস্থ ইউরো কনভেনশন হলে ইফতার অনুষ্ঠিত হয়।
অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের (বিপিএম-বার) পৃষ্ঠপোষকতায় ইফতারে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন।
আরো উপস্থিত ছিলেন, বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, মােহাম্মদ এনামুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন, কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সভাপতি প্রফেসর মোঃ ইমানুল হাকিম, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেসহ মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তাবৃন্দ,কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ববর্তী দেশ জাতির কল্যান চেয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।