পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার (৩০এপ্রিল)উপজেলা অনলাইন সাংবাদিক সংগঠনের উদ্যোগে বিশিষ্টজন এবং সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সংগঠনের উপজেলা সভাপতি সাংবাদিক মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সহসভাপতি এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দারুল হুদা আল গায্যালি কামীল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ মাহাম্মুদ।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি এইচ এম জুয়েল,বিশিষ্ট সমাজসেবী ওয়াসীম মন্নান উৎপল হাওলাদার,বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান,সাংবাদিক শামসুল ইসলাম আমিরুল,শিক্ষক ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম আযাদ,শহিদুল ইসলাম মল্লিক প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মানিক মিয়ার বাড়ির জামে মসজিদের ক্ষতিব মাওলানা মো.মোস্তফা হোসাইন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিক,শিক্ষক,সুশীল সমাজের নের্তৃবৃন্দ দোয়া এবং ইফতারে শরিক হন।