বরিশালঃ-বরিশালের কেন্দ্রীয় কারাগারের ২২৩ জন কয়েদি ও হাজতিদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর একটায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের আয়োজনে বরিশাল সমাজসেবা অধিদপ্তরে অপরাধ সংশোধনী ও পুনর্বাসন সমিতির সহযোগিতায় এই ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক ও জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সিনিয়র জেল সুপার রত্না রায়, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে, সুরভী গ্রুপ অ্যান্ড কোম্পানির পরিচালক রিয়াজুল কবীর, সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ।
শুরু সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের অপরাধ সংশোধনী ও পুনর্বাসন সমিতির মাধ্যমে ১৭০ জন পুরুষ কয়েদিকে লুঙ্গি, ৪৫ জন নারী কয়েদিকে শাড়ি এবং মা কয়েদিদের সঙ্গে থাকা ৮ জন শিশুকে নতুন পোশাক তুলে দেন অতিথিরা।