পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করেছে জেলা শ্রমিকলীগ ও জেলা শ্রমিকদল। দিনটি উদযাপন উপলক্ষে রবিবার (১মে) সকাল ১১টায় জেলা শ্রমিকলীগ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ সহ দলীয় নেতা কর্মীরা।
এদিকে পটুয়াাখালী জেলা শ্রমিকদলের আয়োজনে মে দিবস উপলক্ষে সকাল ১০টায় শহরের বনানী এলাকার দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ করে। এসময় জেলা শ্রমীকদল ও দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন।