বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় পটুয়াখালীর বদরপুরের দরবার শরিফে রোববার (১ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
রোববার সকাল সকাল ১০টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় এ তথ্য নিশ্চিত করেছেন বদরপুর দরবার শরিফ মসজিদের ইমাম মাওলানা মো. শফিকুল আলম।
তিনি বলেন, বদরপুরের দরবার শরিফের ছোট পীর মাওলানা মোস্তায়াসিম বিল্লাহ ও নাসির বিল্লাহ এ সংবাদ দিয়েছেন। বিশ্বের আকাশে চাঁদ দেখা গেছে, তাই তারা আজ ঈদের নামাজ আদায় করবেন।
তিনি আরও বলেন, আফগানিস্তানের ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে।এছাড়া নাইজেরিয়া এবং মালি ও পাকিস্তান উজিহান প্রদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় পটুয়াখালীর বদরপুরসহ কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।
সকাল ১০টায় দরবার মসজিদে ঈদের জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম মাওলানা মো. শফিকুল আলম।