বরিশালঃ-বরিশাল নগরীর ভাটিখানা পুরাতন বাকলা পান্থ সড়ক কে শান্তিপ্রিয় যুবসমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ৭৬ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন এবং একই দিনে বাইতুশ শরীফ জামে মসজিদে একশত বিশ জন মুসল্লিদের ইফতার করানাে হয়েছে।
শান্তি প্রিয় যুবসমাজ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন
শান্তি প্রিয় যুবসমাজ কেন্দ্রীয় কার্যালয়
ভাটি খানা পুরাতন বাকলা পান্থ সড়ক বরিশাল।