বরিশাল ॥ বরিশাল জেলার বন্দর থানা এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, ক্রাইম প্রিভেনশন স্পেশাল কম্পানির একটি দল তথ্যানুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। এর পর ৩০ এপ্রিল মধ্যরাত পেরিয়ে ওই দলটি অভিযানে নামে।
জানা যায়, বরিশাল জেলার বন্দর থানাধীন নরকাঠী সাকিনস্থ মেহগনি বাগানে ডাকাতদলটি অবস্থান করছে। রাত ১টা ৫-এ ডাকাতদলটির কাছাকাছি পৌছায় র্যাবের আভিযানিক দলটি।
ঘেরাও করে ফেলে অবস্থানকারীদের। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও আটক হন দুজন। তাঁরা হলেন কায়সার আহমেদ গাজীর ছেলে মো. মহসিন গাজী (৫০) এবং সেকান্দার কাজীর ছেলে জাকির কাজী। তাঁদের উভয়ের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার জয়নগর এলাকায়।
র্যাব জানায়, তাঁদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি পিস্তল, একটি রামদা, একটি বগিদা, ছয়টি গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়।
তাঁরা ডাকাতির সঙ্গে তাঁদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। জানা যায়, ডাকাত সর্দার মহসিনের নামে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, নারী নির্যাতন, চুরি ও মারামারিসহ ১৪টি মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে বরিশালের বন্দর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে।