বরিশাল ॥ বরিশালে কর্মরত সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা উপহার দিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার।
সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যােগে জেলা প্রশাসনের সহযোগীতায় শতাধিক সাংবাদিকদের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়।
আজ রবিবার সকাল ১১ টায় বরিশাল ইউরো কনভেশন হল রুমে উপহার সামগ্রী দেয়া হয়। সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সু-যোগ্য জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) প্রশান্ত কুমার দাস, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, এডিসি সুব্রত বিশ্বাস দাসসহ বরিশালের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক মোঃ ফিরদাউস সোহাগ।