ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আজ রোববার রাজধানীর ব্যবস্ততম এলাকাগুলোর রাস্তা ছিল ফাঁকা।
গত ৪ দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। এর মধ্যে, ২৯ ও ৩০ এপ্রিল ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তার আগের ২ দিনে প্রায় ৩০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল অপারেটরদের গ্রাহকের এই হিসাব তুলে ধরেছেন। এতে দেখা যায়, ২৯ এপ্রিল ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল গ্রাহকদের সঙ্গে থাকা সিমের সংখ্যা ছিল ১৯ লাখ ৩২ হাজার ৯৯০টি। এর পরের দিন এই সংখ্যা বেড়ে হয় ২৩ লাখ ৭৬ হাজার ২২৬।
এর আগে গত বছর ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়েছিলেন প্রায় ১ কোটি ৫ লাখ মোবাইল সিম ব্যবহারকারী।
উল্লেখ্য, একজন গ্রাহকের একাধিক সিম থাকতে পারে। ফলে সিমসংখ্যা দিয়ে ঢাকা ছাড়া মানুষের প্রকৃত সংখ্যা বোঝা যায় না। এছাড়া মোবাইল ফোন ব্যবহার করেন না এমন ব্যক্তি ও শিশুদের সংখ্যাও এর মাধ্যমে নির্ধারণ করা যায় না।
বিটিআরসির হিসাবে, গত বছরের মার্চ মাসে দেশে মোবাইল সংযোগের সংখ্যা ছিল ১৭ কোটি ৪৬ লাখ।