ঈদের দিন উপচেপড়া ভীড় ছিলো জাতীয় চিড়িয়াখানায়। পরিবার-পরিজন আর শিশু সন্তান নিয়ে, দূরদূরন্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হন চিড়িয়াখানায়। দর্শনার্থীরা বলেন, নতুন নতুন প্রাণী আর চিড়িয়াখানার সৌন্দর্য্যবর্ণন দেখে মুগ্ধ তারা। তবে প্রবেশমূল্য ৫০ টাকা, একটু বেশি বললেন অনেকেই।
মঙ্গলবার (৩ মে) ঈদের দিন দুপুরের পর চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে। শিশু থেকে বয়োবৃদ্ধ সব বয়সী মানুষের আগমনে মুখরিত হয়ে উঠে চিড়িয়াখানা। সন্তানকে বাঘ-সিংহ-বানর-ময়ুর আর হরিণ দেখাতে জাতীয় চিড়িয়াথানায় ভিড় করেন অভিভাবরকা।
সরেজমিন, সকালে একটু ভিড় কম থাকলেও, দুপুরের পর থেকে জনসমুদ্রে পরিণত হয় চিড়িয়াখানা। তবে ছবির প্রাণীকে বাস্তবে দেখে মহাখুশি শিশুরা।
কয়েকজন অভিভাবক জানান, তাদের অনুভূতিটা ভিন্ন। সন্তানদের বণ্যপ্রাণী দেখাতে পেরে তারা খুশি। সেই সঙ্গে চিড়িয়াখানার পরিবেশ আর নতুন করে সৌন্দর্যবর্ধনের কাজ দেখে ধন্যবাদ জানান কর্তৃপক্ষকে। তবে প্রবেশমূল্য ৫০ টাকা একটু বেশি বলে মন্তব্য করেন কেউ কেউ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সাধারণত প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার দর্শনার্থী ভিড় করে থাকেন। কিন্তু ছুটির দিনগুলোতে সংখ্যাটা ৫০ হাজার ছাড়িয়ে যায়। আর ঈদের ছুটিতে ৮০ হাজার থেকে এক লাখ মানুষের সমাগম হয় জাতীয় চিড়িয়াখানায়।