বরিশাল ॥ ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে সেই বৃষ্টি ঈদের জামাতের শেষে এসেছে।
এতে কিছুটা ভোগান্তি হলেও স্বস্তি মিলেছে।
ঈদের এদিনে বরিশালের আকাশ সকাল থেকেই রোদের হাতছানি ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়।
এতে ঈদের নামাজের জামাত শেষে মানুষ কিছুটা সমস্যার মধ্যে পড়েন। তবে অধিকাংশ স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে জামাত শেষ হয়ে যাওয়ায় ভোগান্তির মাত্রা বেশি ছিল না।
এ বছর ৩০ রমজান পূর্ণ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে মঙ্গলবার (০৩ মে)।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, কালবৈশাখী মৌসুম হওয়ায় ঈদের দিন সারাদেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে।
রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সকালে ঢাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বিকেলে বেশি বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, আগামী দু-তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।