অনেকদিন হলো বলিউডে উত্তাপ ছড়াচ্ছেন বাঙালি কন্যা মৌনি রায়। আইটেম গান হোক কিংবা বড় আয়োজনের সিনেমার নায়িকা, সবখানেই তার সরব বিচরণ।
একটি অনুষ্ঠানে সম্প্রতি মৌনির সঙ্গে দেখা হয় রণবীর সিংয়ের। অভিনেত্রী মৌনির উদ্দেশ্যে ‘রামলীলা’র নায়ক বলেন, ‘দেশে তাপপ্রবাহ চলছে, তার মধ্যে আপনি আর আঁচ বাড়াবেন না!’
কথাটি শুনে লজ্জায় মুচকি হাসি দেন মৌনি। থামেননি রণবীর। ফের বললেন, ‘আপনিই যে ভারতে তাপমাত্রা বাড়ার কারণ, বুঝতে পারছি। এবার তো অগ্নি নির্বাপক যন্ত্র প্রস্তুত রাখতে হবে!’
এ সময় রঙচঙে ঢিলে শার্টে ছিলেন রণবীর, আর একটি কালো-রূপোলি জমকালো লেহেঙ্গা পরে চেয়ারে বসে ছিলেন মৌনি। তাদের এই মজার কাণ্ড নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
রণবীর সিংকে শিগগিরই দেখা যাবে ‘জয়েশভাই জোরদার’ নামের নতুন একটি সিনেমায়। যেখানে তিনি অভিনয় করেছেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন গুজরাটি পুরুষের ভূমিকায়। যিনি তার নষ্ট হওয়া কন্যাভ্রূণের জন্য পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। দিব্যাং ঠক্কর পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ১৩ মে।