ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতও। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো পর্যটক ভিড় করেছেন এই পর্যটন কেন্দ্রে।
করোনার বিধিনিষেধ না থাকায় মুক্তভাবে সাগরের ঢেউয়ে হৈ-হুল্লোড়ে মেতেছেন সব বয়সী মানুষ। দেশি-বিদেশি পর্যটক আসায় দুই বছর পর প্রাণ ফিরে পেয়েছে সাগরকন্যা কুয়াকাটা।
সৈকতজুড়ে মনোমুগ্ধকর নানা স্থানে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। সমুদ্রে সাঁতার ঝাঁপাঝাপি করে প্রিয়জনের সাথে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন।
অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। ব্যবসায়ীরা জানান, ঈদের ছুটিতে সি-বোটসহ সমুদ্রযানগুলোর কদর বেড়েছে। ৬০ ভাগ সি-বোট বুকিং হয়ে গেছে।
ঢাকা থেকে আসা এক পর্যটক জানালেন, দুই বছর করোনার কারণে ঘরবন্দি থেকে কুয়াকাটা সৈকতের খোলা আকাশে-প্রকৃতির মাঝে পরিবারকে সাথে নিয়ে ঈদ আনন্দ ভাগ করে নিলাম।
সেখানের হোটেল ব্যবসায়ীরা জানালেন, যেভাবে পর্যটক আসছে তাতে করোনার ধকল কিছুটা হলেও কাটিয়ে উঠা যাবে। বেশীরভাগ হোটেলই শনিবার পর্যন্ত বুকিং হয়ে গেছে।
এ বছর করোনার তেমন প্রকোপ না থাকায় ঈদুল ফিতরের ছুটিতে অন্তত লক্ষাধিক পর্যটকের আগমনের আশা করছেন ব্যবসায়ীরা।
এসব পর্যটকরা যাতে কোনও ঝামেলা ছাড়াই কুয়াকাটা ভ্রমণ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন বেশ কিছু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন।
বুধবার থেকে পর্যটকদের আগমন আরও বাড়বে বলে আশা করছেন তারা। এদিকে পর্যটকদের নিরাপত্তায় টহল বাড়িয়েছে টুরিস্ট পুলিশ।