প্রতিদিনের নানা প্রতিবন্ধকতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগের বিস্তারও। এসব রোগের ভিড়ে যে রোগটির কথা প্রায়ই আমাদের শুনতে হয় তা হলো হৃদরোগ।
অনিয়ন্ত্রিত খাবার আর জীবনযাপনে যেন এ রোগটির কাছে আমরা নিরূপায় হয়ে পড়ছি। বিশ্বের প্রতিটি দেশেই এ রোগে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়ছেই।
তাই হৃদরোগে আক্রান্তের লক্ষণগুলো সম্পর্কে নিজে জানুন, জানান অন্যকেও। বিশেষজ্ঞরা বলছেন, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়ার মতো লক্ষণগুলো ছাড়াও হৃদরোগে আক্রান্তের ইঙ্গিত দেবে আপনার হাতও। হাতের লক্ষণগুলোর মধ্যে রয়েছে-
১) নখের নিচে লাল ও বেগুনি রঙের রেখা: হৃদরোগের অন্যতম লক্ষণ নখের নিচে লাল ও বেগুনি রঙের রেখা। চিকিৎসা শাস্ত্রে একে বলা হয় স্প্লিন্টার হেমারোজিং। বিশেষজ্ঞরা বলছেন, নখের নিচে এমন রেখার সঙ্গে জ্বর বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যা থাকলে দেরি না করে অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
২) আঙুলের ডগায় ফোলা ভাব: আঙুলের ডগায় ফোলা ভাব থাকলে তা হৃদরোগের লক্ষণ হতে পারে। এছাড়া হৃদরোগের সমস্যা থাকলে কিছু নখের বৃদ্ধিও হ্রাস পেতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, তর্জনী ও বুড়ো আঙুলেই মূলত হৃদরোগের লক্ষণগুলো স্পষ্ট হয়ে ওঠে।
৩) বিবর্ণ হাতের তালু: হাতের তালু লাল, বাদামি বা বিবর্ণ হয়ে যাওয়াও হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। হৃদযন্ত্র এবং তার পার্শ্ববর্তী রক্তনালীতে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে এ সমস্যা দেখা দেয়। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস থাকলে এই বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।