সংযুক্ত আরব আমিরাতে ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের দুই টাইগ্রেস রুমানা আহমেদ ও জাহানারা আলম। এদের মধ্যে রুমানার দল বার্মি আর্মি ও জাহানারার দল ফালকন উইমেন। শুক্রবার (০৬ মে) এ দু’দল একে অপরের মুখোমুখি হয়েছিল।
মুখোমুখি দেখায় রুমানা আহমেদদের ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে জাহানারা আলমের দল। ফালকন উইমেন আগের ম্যাচে ওয়ারিয়র্স উইমেনকেও একই ব্যবধানে হারিয়েছিল।
শুক্রবার শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান করে বার্মি আর্মি। দলের হয়ে দেন্দ্রা ডোটিন ৮০, কাভিসা ২৪, হিথার নাইট ২০ ও লরা উলভারদট ১৭ রান করেন। বল হাতে ৪ ওভারে ৩৬ রান খরচায় ১ উইকেট পান জাহানারা। ১টি করে উইকেট পান চামারি আথাপাত্থু ও গুঞ্জন শুকলা।
জবাব দিতে নেমে ১৫ বল হাতে রেখে জয় পায় জাহানারার দল। দুই ওপেনারের মধে চামারি ৪২, ডানি ওয়াইট ৭৬ ও ব্রিটনি কোপার ৩২ রান করেন। রুমানার মতো ব্যাট হাতে নামতে হয়নি জাহানারারও। রুমানা বল হাতে ২ ওভারে ২২ রান দিয়েও কোনো উইকেট পাননি।