টানা দুই ম্যাচে হারের পর পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রাজস্থান রয়্যালস। শনিবার (৭ মে) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা পাঞ্জাব জনি বেয়ারস্টোর হাফ সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৯ রান। জবাবে জাইসওয়াল, বাটলার, হেটমেয়ারদের ব্যাটে ভর করে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।
আইপিএলের এ আসরের ৫২তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাঞ্জাব বেয়ারস্টো ও শিখর ধাওয়ানের ব্যাটে ঝড়ো সূচনা পায়। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করে ষষ্ঠ ওভারের প্রথম বলে আউট হয়ে যান ধাওয়ান। অশ্বিনের বলে ফেরার আগে ১৬ বল খেলে ১২ রান সংগ্রহ করেন তিনি। ধাওয়ানের বিদায়ের পর ভানুকা রাজাপক্ষের সঙ্গে জুটি জমিয়ে তুলছিলেন বেয়ারস্টো। কিন্তু দলীয় ৮৯ রানে বিদায় নেন রাজাপক্ষেও। চাহলের বলে বোল্ড হওয়ার আগে ২টি করে চার ও ছয়ের মারে ২৭ রান করেন তিনি।
১৫তম ওভারে বল করতে এসে জোড়া শিকারের উল্লাসে মেতে ওঠেন যুঝবেন্দ্র চাহল। সে ওভারের দ্বিতীয় বলে ফেরেন ১৩ বলে ১৫ রান করা পাঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল। দলীয় রান তখন ১১৮। সে ওভারের চতুর্থ বলে ফেরেন ম্যাচে পাঞ্জাবের সর্বোচ্চ স্কোরার বেয়ারস্টো। ৪০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন এই ইংলিশ তারকা। ৮টি চার ও একটি ছয়ে তিনি তার ইনিংস সাজান।
বেয়ারস্টোর বিদায়ের পর ঝড় তোলেন জিতেশ শর্মা ও লিভিংস্টোন। মাত্র ১৮ বল খেলে ৪টি চার ও ২টি ছয়ে ৩৮ রান করে অপরাজিত থাকেন জিতেশ। লিভিংস্টোন ১৪ বলে করেন ২২।
শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান সংগ্রহ করে পাঞ্জাব। রাজস্থানের পক্ষে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন চাহল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ফর্মের তুঙ্গে থাকা জস বাটলার। মাত্র ৪ ওভারেই রাজস্থানের রানের খাতায় যোগ হয় ৪৬ রান। চতুর্থ ওভারের শেষ বলে রাবাদার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন বাটলার। মাত্র ১৬ বলে ৫ চার ও একটি ছয়ে ৩০ রান করেন তিনি।
বাটলারের বিদায়ের পর ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ জাইসওয়াল ও রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন বাটলারের দেখানো পথেই হাঁটতে থাকেন। ১০ এর উপর রানরেটে রান তুলতে থাকা রাজস্থান দ্বিতীয় উইকেট হারায় নবম ওভারের প্রথম বলে। দলীয় ৮৫ রানে ফেরেন রাজস্থান অধিনায়ক। ১২ বলে ৪ চারের মারে ২৩ রান করে রিশি ধাওয়ানের শিকারে পরিণত হন তিনি।
১৫তম ওভারে ফেরেন জাইসওয়ালও। ৪১ বল খেলে ৯টি চার ও ২টি ছয়ে ৬৮ রান করেন তিনি। তবে ততক্ষণে ম্যাচ চলে এসেছে রাজস্থানের নিয়ন্ত্রণে। দেবদূত পাড়িকাল দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩২ বল খেলে করেন ৩১ রান। তবে ব্যাট হাতে তাণ্ডব চালান সিমরন হেটমেয়ার। ১৬ বল খেলে ৩১ রান করে রাজস্থানকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ২টি ছয়ে।
পাঞ্জাবের পক্ষে ৪ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে দুই উইকেট নেন আর্শদীপ সিং। ২৫ রানের বিনিময়ে একটি উইকেটের দেখা পান রিশি ধাওয়ানও। উইকেট পেলেও বেদম পিটুনি খেয়ে ৪ ওভারে ৫০ রান দিয়েছেন রাবাদা।
এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রাজস্থান রয়্যালস। ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে পাঞ্জাব।