বরিশাল নদী বন্দরে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে আটক করেছে আনসার সদস্যরা।
শুক্রবার (০৬ মে) বেলা সাড়ে তিনটার দিকে নদী বন্দরে নোঙর করে থাকা এমভি রাজারহাট লঞ্চ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বরিশাল নগরীর বাংলাবাজার আরশাদ আলী কন্ট্রাকটর সড়কের মৃত রানার ছেলে সোহেল।
নদী বন্দর আনসারের প্লাটুন কমান্ডার জসীম উদ্দিন বলেন, এমভি রাজারহাট লঞ্চে এক নারী যাত্রীর সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাকালে অন্য যাত্রীরা তাকে আটক করেন। আমরা অভিযুক্তকে আটক করে নৌ-থানায় সোপর্দ করেছি।
সহকারী প্লাটুন কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী চক্রে তিনজন সদস্য ছিল। এরমধ্যে সোহেল নামে একজনকে আটক করা সম্ভব হয়েছে। বাকি দুজন পালিয়ে গেছে। আটককৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। আমরা নৌ-পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছি। বাকি ব্যবস্থা পুলিশ গ্রহন করবেন।