হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে।
শনিবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় তাকে নগরীর একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ পরিবারের অন্যরা।
হাসপাতালটির উপ পরিচালক ডা. এসএম মোর্শেদ বলেন, মেয়রের ডায়বেটিস বেশি রয়েছে। একই সঙ্গে তার ইউরিনে সমস্যা রয়েছে। এ কারণে প্রচুর জ্বর হয়েছিল।
ডা. মোর্শেদ জানান, বর্তমানে তার শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে, যাতে লোকসমাগম কম হয় এবং নিবিড় পর্যবেক্ষণ করা যায়।