পটুয়াখালীর কলাপাড়ায় ইতি বেগম নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের নিজ ঘর থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার বলেন, ইতি নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। দুই বছর আগে তার বিয়ে হলেও স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বাবা কুদ্দুস মোল্লার বাড়িতেই থাকত।
পারিবারিক কলহ কিংবা অন্য কোনো কারণে আত্মহত্যা করেছে কিনা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। কলাপাড়া থানার এসআই মামুন জানান, শনিবার ভোরে নিজ ঘরের কক্ষে গলায় দড়ি দিয়ে ইতি আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যরা তাদের জানিয়েছেন।
নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।