সাতক্ষীরায় গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই পাকা আম পাড়ার মধ্য দিয়ে আম বাজারজাত শুরু হয়েছে। দামও সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বাগান মালিকদের দাবি, বাজার দরে আম বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না।
গাছে গাছে পাকা আমের মৌ মৌ গন্ধ। সেই আম, গাছ থেকে পাড়তে ব্যস্ত বাগান মালিকরা।
জেলার বিভিন্ন বাগান থেকে গোবিন্দভোগ, গোপালভোগ ও বোম্বাই আম বাজারজাত হচ্ছে। দামও ক্রয় ক্ষমতার নাগালে রয়েছে। এতে ক্রেতারা সন্তুষ্ট হলেও নাখোশ বাগান মালিকরা। তাদের দাবি, বর্তমান বাজার দরে আম উৎপাদনের খরচ তুলতে পারছেন না তারা।
বাগান মালিকরা বলেন, এবছর আমাদের ব্যবসার লোকসান হচ্ছে। তারপরও যদি দাম কিছু পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু আয় হতো। তাহলে চাষিরা বেঁচে যাবে।
তবে সঠিকভাবে বাজারজাত করা হলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে বাগান মালিকরা লাভবান হবেন বলে মনে করছে কৃষি বিভাগ।
এবিষয়ে সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে, আশা করি যে পরিমাণ আম গাছে রয়েছে, তা থেকেই চাষিরা লাভবান হবেন।
উল্লেখ্য, জেলায় ৪ হাজার ১১৫ হেক্টর জমির বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।