আমতলী প্রতিনিধিঃ আমতলীর কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রাম থেকে শুক্রবার গভীর রাতে মো. মাসুম (২৪) নামে যৌতুক মামলার ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। মাসুম গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী গ্রামের নুর আলম গাজীর ছেলে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্বচুনাখালী
গ্রামে রাত ১২ টার সময় র্যাব পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডা মো. শহিদুল ইসলাম(এস) পিসিজিএমএস, বিএন এর নেতৃত্বে
একদল সদস্য অভিযান চালায়।
এসময় যৌতুক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাসুম গ্রেপ্তার হয়। মাসুম গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী গ্রামের নুর আলম গাজীর ছেলে। মাসুম যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
রাতেই তাকে আমতলী থানায় হস্তান্তর করেছে র্যাব সদস্যরা। শনিবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।