গেল বছরের শেষদিকে রাজস্থানে জমকালো আয়োজনে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের রোমান্টিক কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
মাঝে কিছুদিন নিশ্চুপ থাকলেও বিয়ের পর এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেলো তাদেরকে।
শনিবার সাত সকালেই ইনস্টাগ্রামে নিজেদের হানিমুনের ছবি শেয়ার করে বোমা ফাটিয়েছেন সিক্তবসনা সুন্দরী।
হানিমুনের জন্য মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন ভিকি-ক্যাট। মধুচন্দ্রিমায় সুন্দর মুহুর্তগুলো ক্যপচার করে ভক্তদের সাথে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। মেহেদি ও চূড়া ভর্তি হাতে সেজে রয়েছে ক্যাট।
সুইমিংপুলের জলে ভেজা নবদম্পতির উষ্ণ ছবিতে উত্তাল অনুরাগী মহল! ক্যাপশনে লাল হার্ট ইমোজি দিয়ে তাদের ভালোবাসার অপরুপ মুহুর্ত তুলে ধরেছে এই দম্পতি। সেই সাথে অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসেছে ইনস্টাগ্রাম।
মঙ্গলবার হানিমুন সেরে মুম্বাইয়ে ফিরলেন এই তারকা জুটি। ছুটি শেষ তাই এবার দুজনই ফিরবেন কাজে।
জানা গিয়েছে, দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে পরবর্তী ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে এবং প্রযোজক দীনেশ বিজনের আপকামিং ছবিতে দেখা যাবে ভিকিকে। ছবির শুটিং নিয়েই আপাতত ব্যস্ত হয়ে পড়বেন দুইজনই।