টালিউডের মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নতুন সিনেমা, প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও রাজনৈতিক কার্যকলাপের জন্য সারা বছরই থাকেন সংবাদের শিরোনামে।
মাস কয়েক আগে নতুন প্রেমিকের সঙ্গে দুবাই ঘুরে এসেছেন শ্রাবন্তী। সেসময় সংবাদের শিরোনামে ছিলেন তিনি। এবার নতুন গাড়ি কিনে আবারও খবরের শিরোনাম হয়েছে। বিলাসবহুল অত্যাধুনিক গাড়ি নিয়ে উচ্ছ্বসিত তিনি।
শনিবার (৭ মে) নিজের কেনা সিলভার রঙের ভলভো গাড়ির ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। গাড়ি কেনার আনন্দে তাকে কেক কাটতেও দেখা গেল।
এদিন হলুদ রঙের টপস পরে শোরুমে হাজির হয়েছিলেন অভিনেত্রী। পায়ে সাদা স্নিকার্স। গাড়ির বোনেটে হেলান দিয়ে ছবি তুলেছেন। ড্রাইভারের সিটেও দেখা মিলল তার। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন ‘ওয়েলকাম টু দ্য ফামিলি’। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী ও সহকর্মীরা।
এদিকে শনিবারই মুক্তি পেয়েছে শ্রাবন্তীর ‘ভয় পেও না’ সিনেমার ট্রেলার। এ সিনেমা দিয়েই প্রথমবার জুটিতে আসছেন অভিনেত্রী শ্রাবন্তী এবং ওম সাহানি।