দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পটুয়াখালীতে বৃষ্টি হয়নি। তবে মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হলেও বেশিরভাগ সময়ই আকাশ পরিষ্কার দেখা গেছে।
সাগর উত্তাল থাকা আর সোমবারের টানা বৃষ্টিতে নদ-নদীর পানি ১ থেকে ২ ফুট বৃদ্ধি পেলেও ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অশনি’র প্রভাবে সোমবার পটুয়াখালীর অর্ধশত চরসহ উপকূলের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অশনি বাংলাদেশে আঘাত হানবে না। তাই আজ কিন্তু উপকূলের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার বেশিরভাগ ট্রলার বন্দরে ফিরে এসেছে।
গত রবিবার ভোর ৫টা থেকে গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় মোট ২৫৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস ও কলাপাড়া রাডার স্টেশন।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ৫১.৪ মিলিমিটার ও কলাপাড়া রাডার স্টেশনে ২০৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঘূর্ণিঝড় অশনি মঙ্গলবার সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তাই পায়রাসহ সকল বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।