মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মে) দুপুরে রাজৈরে হৃদয়নন্দীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দী গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে হৃদয়নন্দী গ্রামের সজিব নামে এক যুবক মীমাংসার কথা বলতে পশ্চিম রাজৈর গ্রামে যায়। পরে তাকে (সজিব) একা পেয়ে পশ্চিম রাজৈরের আসাদ, জুয়েল ও রনিসহ বেশ কয়েকজন মারধর করে।
মারধরের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) মীর নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।