আগে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্স ইতালীয় ভাষায় রূপান্তর করা গেলেও এখন তা পুরোপুরি বন্ধ। নতুন ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তদের নিয়ে রোমে আয়োজিত এক পুনর্মিলনীতে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। তাদের অভিযোগ কূটনৈতিক ব্যর্থতার কারণেই বাংলাদেশিরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রায় ২ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন ইতালিতে। একসময় বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ইতালির ভাষায় রূপান্তর করে ব্যবহার করার বৈধতা থাকলেও দালালচক্রের কারণে তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েন বিপুলসংখ্যক বাংলাদেশি। যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যেও।
এদিকে ইতালীয় ভাষায় কঠিন শর্তের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না অনেকেই। তাদের সুবিধার্থে বেশকিছু বাংলাদেশি প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। নতুন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তরা রোমে এক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আগত বাংলাদেশিদের অভিযোগ কূটনৈতিক ব্যর্থতার কারণেই তারা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ নিয়ে একজন প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স এ দেশের ভাষায় রূপান্তর করা হচ্ছে না।
আরও পড়ুন: উত্তরণের পথে ইতালি
আরেকজন প্রবাসী আশা প্রকাশ করে বলেন, আমরা চাই আমাদের এ সমস্যা যাতে সমাধান হয় এবং আমাদের দেশের ভাষায় যাতে রূপান্তর করানো যায়।
সেখানকার বাংলাদেশ কমিউনিটির নেতা হাসান ইকবাল বলেন, ড্রাইভিং লাইসেন্স যারা নিয়ে আসেন তাদেরটা এ দেশের ভাষায় রূপান্তর করার জন্য আমি দূতাবাসের মাধ্যমে এ দেশের প্রশাসনের সঙ্গে কথা বলে সেটা যেন করা যায়, আমি এ বিষয়ে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করি।
তবে অনুষ্ঠানে আগত রোম দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য আরো সুযোগ তৈরির ক্ষেত্রে বা তাদের কোন দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অন্য কেউ যদি উদ্যোক্তা হিসেবে আসেন, অবশ্যই আমি বলব যে, সরকারের পক্ষে আমাদের দূতাবাস তাদের সহযোগিতা করতে আগ্রহী।
প্রবাসীদের দাবি, যেখানে শ্রীলংকাসহ এশিয়ার বেশকিছু দেশ এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয় ভাষায় পরিবর্তন করা সম্ভব। সেখানে অবিলম্বে বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্সসংক্রান্ত জটিলতা সমাধান করা হোক।