বরিশাল ॥ কুয়াকাটা আবাসিক হোটেল এ, আর, খান, থেকে পতিতা সহ চার জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
সোমবার রাত ৯ টার দিকে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার আবুল খায়েরের নির্দেশে এসআই মান্নান’র নেতৃত্বে আবাসিক এ, আর, খান, হোটেলে অভিযান করেন ।
হোটেলের মূল মালিকের কাছ থেকে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৫বছরের জন্য ফজলুর করিম ফারুক হোটেলটি পরিচালনা করে আসছেন। আবাসিকের আড়ালে দীর্ঘ দিন ধরে পতিতা ব্যবসা করে আসছেন এই ভারাটিয়া মালিক।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার আবুল খায়েরের তৎপরতায় থানা পুলিশের জালে পতিতা সহ ধরা পড়েন, এই ফারুক পিতা মৃত হাতেম আলী। কাউনিয়া ২নং ওয়ার্ড বরিশাল। অভিযান পরিচালনার সময় চাঁদনী (১৯) পিতা: মজিবর সরদার, কুকুয়া, আমতলী জেলা বরগুনা। মুক্তা (২৫) পিতা আহম্মাদ মল্লিক, টেংরাবাজার, পাথরঘাটা, জেলা বরগুনা। এই দুই যুবতীকে গ্রেফতার করেন মহিপুর থানা পুলিশ।
মাহমুদ ফরাজী, পিতা আলাউদ্দিন সরদার, সাং দেয়ারা, ইউনিয়ন দিগুলিয়া, জেলা খুলনা ৪ জনকে আটক করা হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার আবুল খায়ের বলেন, এদের চারজনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার তাদেরকে কলাপাড়া জুডিসিয়াল আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়াও কুয়াকাটা আরো যেসকল হোটেলে পতিতার ব্যবসা করে ঔসব হোটেলে অভিযান পরিচালনা করা হবে। কুয়াকাটাকে মাদকমুক্ত করা হবে।