রংপুরে দুই ব্যবসায়ীর গুদাম থেকে ৫১ হাজার ২০৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়। এ সময় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১১ মে) দুপুরে রংপুরের সেনপাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। সংস্থাটির সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযানে এসব তেল জব্দ ও জরিমানা আদায় করা হয়। মহানগর পুলিশ অভিযানে সহায়তা করে।
এ সময় দুই ব্যবসায়ীর গুদাম থেকে ৫১ হাজার ২০৪ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৮৭২ লিটার সয়াবিন তেল ও ৩৭ হাজার ৩৩২ লিটার পাম তেল রয়েছে।
অবৈধভাবে মজুত করা ও পাইকারি পর্যায়ে সরকার নির্ধারিত রেটের বেশি দামে এসব সয়াবিন তেল ও পাম তেল খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রির অভিযোগে এসএস ট্রেডার্স ও জে পাল কোম্পানিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আফসানা পারভীন বলেন, ‘খোলাবাজারে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে গেলে আমরা জানতে পারি, মূলত পরিবেশক বা পাইকারি ব্যবসায়ীরা দাম বেশি রাখার কারণে দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে। এরই সূত্র ধরে বড় ব্যবসায়ীদের গুদামে অভিযান পরিচালনা করা হয়।’