বরিশাল:বরিশালে ব্যাটারি চালিত ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি রোড বাসদ কার্যালয়ে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক ফ্রন্ট নেতা ও ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সদস্য শহিদুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত যানবাহন নিষিদ্ধ ঘোষণা করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সংগ্রাম পরিষদের ২টি মামলার পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল ৫ জন বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ মহাসড়ক ছাড়া সর্বত্র ইজিবাইক চলাচলের অনুমতি প্রদান করে।
উচ্চাদালতের এই আদেশের পর একটি পক্ষ এপ্রিলের শেষ সপ্তাহে জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যান সংগঠন নামে একটি সংগঠন সিটি করপোরেশন থেকে ইজিবাইকের লাইসেন্স দেয়ার কথা বলে বিভিন্ন এলাকায় মাইকিং করে শ্রমিকদের বিভ্রান্ত করছে। এই সংগঠনের কতিপয় নেতা ও ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় শ্রমিকদের কাছে লাইসেন্স প্রদানের নামে অর্থ চাচ্ছে। অথচ সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে কোন ঘোষণা বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। সংবাদ সম্মেলনে নীতিমালা প্রনয়ন করে ইজিবাইকের লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় সংগ্রাম পরিষদের উপদেষ্টা জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সংগ্রাম পরিষদের সংগঠক মানিক হাওলাদার, গোলাম রসুল, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।